স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় মাসুদ সরদার গুরুতর আহত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
স্টাফ রিপোর্টার !! বরিশাল নগরীর ইছাকাঠিতে ক্রয়কৃত জমি থেকে বসত ঘর সরিয়ে না নেয়ায় প্রতিপক্ষের মারধরে আবু হাসানাত মাসুদ সরদার (৪৫) এক ব্যক্তি গুরুতর আহত হাওয়ার খবর পাওয়া গেছে। আহত ওই ব্যক্তিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাসুদ সরদার ওই এলাকার মৃত আ: জব্বার সরদারের ছেলে।
আহতের স্বজন সূত্রে জানা গেছে, আবু হাসানাত মাসুদ সরদারের বড় বোন মৃত জয়নব বিবি রুমার স্বামী সাবেক সেনা সদস্য মোফাজ্জল সিকদার একসাথে ১১ শংতার জমি ক্রয় করেন। কিন্তু মোট জমির সাড়ে ৭ শতাংশ জমি দখল করে স্পাপনা নির্মাণ করে বোন জামাই মোফাজ্জল সিকদার। জমি সমান ভাগে করার জন্য বারবার তাগিদ দিলে কর্ণপাত করেনি। এ নিয়ে ৩ থেকে ৪ বার শালিসি হয়েছে। কিন্তু মোফাজ্জল সিকদার তা মানে না। তার মেয়ে জামাই স্থানীয় বিএনপির অনুসারী সজল কাজী। তিনি ও তার মেয়ে জামাই ক্ষমতার দাপট দেখিয়ে ওই জমিতে অবৈধভাবে ৩ তলা বাড়ির প্লান পাস করে ১ তলা নির্মান করে। ওই সময় মাসুদ সরদার বাধা দিলে তাকে মারধর ও খুন জখমের ভয়ভীতি দেখায়। এর আগে ২০১৮ সাবেক কাউন্সিলর সহিদ এর কার্যালয় বসে মাসুদ সরদারকে মারধর করে ভগ্নিপতির মেয়ে জামাই সজল কাজী।
মাসুদ সরদার জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে কাশিপুর বাজার চান ডক্তারের ফার্মেসীতে, চান ডাক্তার, জসিম মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির কাজী, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আক্তার হোসেন আবু হাসানাত মাসুদ সরদারকে ডেকে নেয়। এরপর ওই জমি থেকে মাসুদের বসত ঘর সরিয়ে ফেলার জন্য চাপ দেয়। তখন মাসুদ বলে আগে তার জমি উদ্ধার করে দিবে তারপর নিজ উদ্যোগে বসতঘর সরিয়ে নেবে। বসতঘর সরিয়ে নিতে অস্বীকার করলে সজল কাজীর ভাই বিএনপি নেতা জাকির কাজী তাকে মারধর করে। ঘর সরিয়ে না নিলে খুন জখমের ভয় দেখান। স্থানীয়রা মাসুদ সরদারকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান মাসুদ সরদার।
খুন জখমের হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করে স্বেচ্ছাসেবক দল নেতা জাকির কাজী বলেন, মাসুদ সরদারের সাথে মোফাজ্জল সিকদারের জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন। তাদের বিরোধ মীমাংসা করতে পারেনি কোন কাউন্সিলর। শুক্রবার রাতে সেনাবাহিনীর নির্দেশে মীমাংসায় বসলেও মাসুদ সরদার তা মানে না। এ সময় রাগান্বিত হয়ে মাসুদ সরদারকে একটি ধাক্কা মেরেছি। তবে কোন মারধরের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মোফাজ্জল সিকদার বলেন, শুক্রবার রাতে ঘটনার সময় তিনি ছিলেন না। জমি দখলের বিষয়টি মিথ্যা।