চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি পূর্ণিমা সরদার

এপ্রিল ২৩ ২০২৫, ১৮:৪১

স্টাফ রিপোর্টার : এক মাসের ব্যবধানে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। গত ১৮ মার্চ বরিশাল শিক্ষা বোর্ডের আদেশে শাখাওয়াত হোসেন মনিরকে এডহক কমিটির সভাপতি করা হলেও বুধবার (২৩ এপ্রিল) তা পরিবর্তন করা হয়। তার স্থলে পূর্ণিমা সরদারকে এডহক কমিটির নতুন সভাপতির দায়িত্ব দিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ড।

বুধবার (২৩ এপ্রিল) বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মঙ্গলবার (২২ এপ্রিল) নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন মনির বরিশাল কোতয়ালী মডেল থানার জি আর ৫৫৮/২০২৪ মামলায় গত ১৬ এপ্রিল গ্রেফতার হন। এমতাবস্থায় বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে একই স্বারক ও তারিখে এডহক কমিটি সংশোধন করা হলো। এ বিষয়ে পরবর্তীকালে তথ্য কোন নির্দেশনা আসলে তা অনুসরণ করার শর্তে সংশোধিত কমিটি অনুমোদন করা হলো। সেই কমিটিতে পূর্ণিমা সরদারকে এডহক কমিটির নতুন সভাপতি মনোনিত করা হয়।

এদিকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধিতে স্থানীয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন নতুন সভাপতি পূর্ণিমা সরদার। তিনি বলেন, ‘কেউ একা একা দায়িত্ব পালন করতে পারে না, সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ বিদ্যালয়ের উন্নয়ন ও এমপিওভূক্তকরণে আমার শ্বশুর নুরুল ইসলাম মৃধার অবদান রয়েছে। আমি এই বিদ্যালয়ের সভাপতি মনোনিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

উল্লেখ্য- গত বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২ টার দিকে রাজনৈতিক মামলায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কর্মী শাখাওয়াত হোসেন মনিরকে আটক করেছিল কোতয়ালী মডেল থানা পুলিশ। তাকে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের দায়ের করা জিআর ৫৫৮ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শাখাওয়াত হোসেন মনির সক্রিয় আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। এমনকি বিগত ২০১২ সালে চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে সভাপতি সুলতান আহমেদ খানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে শাখাওয়াত হোসেন মনির একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী মর্মে প্রত্যয়ন দিয়েছিলেন।