ববি ছাত্রলীগের ১০ কর্মীকে হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার !! চাঁদার দাবিতে হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১০ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার অভিযোগপত্র গঠনের দিন মামলার আসামিদের বিচারক অব্যাহতি দিয়েছেন।
বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন নাজনীন ১০ শিক্ষার্থীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। অব্যাহতিপ্রাপ্ত সবাই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এমনকি মামলার বাদী আল সামাদ শান্তও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অপর পক্ষের নেতৃত্বে ছিলেন। অব্যাহতিপ্রাপ্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুয়িদুর রহমান বাকী, রাকিব হাসান রনি, আব্দুল আলীম সালেহী, ব্যবস্থাপনা বিভাগের শাহরিয়ার হোসেন বিপ্লব, আসিফ বিল্লাহ, লোকপ্রশাসন বিভাগের মাহমুদুল হাসান আদনান, মার্কেটিং বিভাগের আয়াত উল্লাহ, সালাহউদ্দিন, বাংলা বিভাগের আরাফাত হোসেন জিহাদ এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শওকত হোসেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০২৩ সালের ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের এক পক্ষের ওপর অপর পক্ষ হামলা করে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র এবং জিআই পাইপ নিয়ে একপক্ষ অপর পক্ষের ৪ শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
এ ঘটনায় ১৭ আগস্ট ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আল সামাদ শান্ত বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন। বন্দর থানার পরিদর্শক হরিদাস নাগকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে বন্দর থানার পরিদর্শক হরিদাস নাগ ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৪ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার অভিযোগপত্র গঠনের দিন ধার্য ছিল। এদিন অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।