সাপ্তাহিক পত্রিকা জাগো নারী’র ১০ বছর পূর্তী উৎসব

স্টাফ রিপোর্টার : বরিশালের সাপ্তাহিক পত্রিকা জাগো নারীর ১০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ১১ টায় বরিশাল প্রেসক্লাবে কেক কেটে এ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়।
জাগো নারী পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এম এম আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাগো নারীর প্রকাশক ও সম্পাদক গোপাল সরকার, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি হুমায়ুন কবির, বরিশাল রিপোর্টর্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জাগো নারীর উপদেষ্টা রহিমা সুলতানা কাজল, জাগো নারীর সহ সম্পাদক অর্পনা খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক তপংকর চক্রবর্তী, বরিশাল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এম মোফাজ্জল, বরিশালের সাংস্কৃতিক অঙ্গন, নারী উদ্যোক্তা, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী প্রতিনিধিরা। এর আগে জাগো নারী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।