গৌরনদীর সাবেক উপজেলা চেয়ারম্যান মেরী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার !! বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদীর নাঠৈ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি এক বিএনপি নেতার ওপর হামলা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি সৈয়দা মনিরুন নাহার মেরী।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, রোববার সকালে গ্রেপ্তার মেরীকে আদালতে তোলা হলে তাকে মাধ্যমে জেলহাজতে পাঠান বিচারক।
উল্লেখ্য, বিগত ৫ আগস্টের পর গৌরনদীর অধিকাংশ আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করলেও সৈয়দা মনিরুন নাহার মেরী নাঠৈ গ্রামের নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।